রনজিৎ বর্মন,বর্তমানকণ্ঠ ডটকম: শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে গোপালপুর মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি সেীধে পুস্প অর্পণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার,উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। পর নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রধান অতিথি এমপি এস এম জগলুল হায়দার। মাল্যদান শেষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। সভাপতির বক্তব্য রাখেন শ্যামনগর ইউএনও আবু সায়েদ মোঃ মনজুর আলম। পর বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাচ পাষ্ট ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। ডিসপ্লে শেষে ২৪২ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে কিশোর-কিশোরীদের ক্রীড়া অনুষ্ঠান এর মধ্য দিয়ে ১ম পর্বের সমাপ্তি হয়। বিকালে প্রীতি ফুটবল ম্যাচ শেষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়।