1. khandakarshahin@gmail.com : bangla :
  2. cmi.sagor@gmail.aom : cmi Sagor : cmi Sagor
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
বর্তমানকণ্ঠ :-
Welcome To Our Website...



নেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬
  • ১৪৩ Time View

শ্রী অর বিন্দধর, বর্তমানকন্ঠ ডটকম : মুক্তিযোদ্ধের  চেতনায়  সন্ত্রাস -জঙ্গি তৎপরতা ও দুর্নীতি মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দীপ্ত শপথে নেত্রকোনায় মহান বিজয় দিনটি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আনন্দময় উচ্ছ্বাসে পালিত হয়। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করে জেলাপ্রশাসন। সর্বমহলে সূর্যোদয়ের সাথে -সাথে জাতীয় পতাকা উত্তোলন পর, সাতপাই জেলাশহীদ স্মৃতিসৌধ ও কালেক্টর ভবন শহীদ স্মৃতিসৌধে -বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট কমান্ড, জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ,শ্রমীক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক -সাংস্কৃতিক সংগঠন, এবং বিদ্যালয় -মহাবিদ্যালয়ের ছাত্র -ছাত্রী ও সর্বস্থরের মানুষ ফুলেল শুভেচ্ছায় সশ্রদ্ধচিত্তে শ্রদ্ধা নিবেদন করে।         এ সময় বিশেষ আকর্ষন দীর্ঘদিন রাজনীতিতে নিরব থাকা এক সময়ের তুখোর ছাত্রলীগ নেতা, জেলা আ: লীগের সাবেক সভাপতি , বীরমুক্তিযোদ্ধা শামসুজ্জোহা বিজয় উল্লাসে নেত্রকোণাকে রাজাকার, যুদ্ধাপরাধী মুক্ত জেলা গড়ার সুদৃড় অঙ্গিকারে শ্লোগানে -শ্লোগানে সরব হয়ে নব উদ্বিপনায় গর্জ্জে উঠে। একই সাথে মিলিত হয় -জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার, অহিংস সমাজের সমন্বয়কারী অধ্যাপক মানিক রায়, নেত্রকোণা পর্যটন উন্নয়ন জোটের সভাপতি অধ্যাপক তপন সাহা সহ শতাধিক নেতা কর্মী। এ নিয়ে জেলা আওয়ামীলীগ রাজনৈতিকদলের অভ্যন্তরে এবং জেলাবাসী মাঝে এক নব চেতনার আলোকপাতে আলোচনা -সমালোচনার ঝড় বইছে। এদিকে সকালে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রী,  সামিজিক -সাংস্কৃতিক সংগঠনের  অংশ গ্রহনে  কুচকাওয়াজ  ও ডিসপ্লে  প্রদর্শিত হয়। জেলাপ্রশাসক ড,মোঃ মুশফিকুর  রহমানের দায়িত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।  দুপুরে জেলা পাবলিক হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনানুষ্টানর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলাপ্রশাসক ড,মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে -প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব ও উপ  ক্রীড়া মন্ত্রী (এমপি)  আরিফ খান জয়, বিশেষ অতিথি -জেলা পুলিশ সুপার শ্রী জয়দেব চৌধুরী, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড  মুক্তিযোদ্ধা নূরুল আমীন, জেলা আ:লীগ সাধারন সম্পাদক  সাবেক (এমপি)  আশরাফ আলী খান খসরু,যুদ্ধাহত মুক্তি যুদ্ধা উসমান গনি তালুকদার প্রমুখ। সন্ধায় পাবলিক হলে শিল্পকলা একাডেমী এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের আগে ৭১ -এর গনহত্যার প্রমান্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া ও দিবসটিকে কেন্দ্র করে জেলাপ্রশাসনের উদ্যোগে, রাজনৈতিক সংগঠনে, বিভিন্ন মহলে নানানরকম কর্মসূচি পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান সম্পাদক
মফিজুল ইসলাম চৌধুরী সাগর

© All rights reserved © 2021 Jee Bazaar |
Theme Customized BY WooHostBD