নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীর খিলক্ষেতে দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। খিলক্ষেতেরে বেল্লা এলাকায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে।আহতরা হলেন সৌধ মিয়া(৫০), তার স্ত্রী ফাতেমা বেগম(৪০) ও ছেলে আব্দুল আলিম(২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, ভোরে সৌধ মিয়ার চাচাতো ভাই ধলু মিয়ার জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া হচ্ছিল।
ধলু মিয়া প্রতিবাদ জানালে ড্রেজারের মালিক হামিদুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধলু মিয়াকে মারতে উদ্যত হন হামিদুর। তাদের ঝগড়া শুনে সৌধ মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় হামিদুর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে সৌধ মিয়া, তার স্ত্রী ও ছেলে গুলিবিদ্ধ হন।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খান জানান, সন্দেহভাজন হামলাকারী হামিদুর রহমানকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বিষয়টি খিলক্ষেত থানাকে জানানো হয়েছে। আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
খিলক্ষেত থানার ইন্সপেক্টর (তদন্ত) আবিদুর রহমান জানান, বিষয়টি আমরা শুনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।