জয়পুরহাট,বর্তমানকণ্ঠ ডটকম: জয়পুরহাট জেলা বিএনপির সহ-সভাপতি গোলজার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সকালে শহরের হিচমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত বলেন, গোলজারের বিরুদ্ধে কি কি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জেলা বিএনপির একটি সূত্র জানায়, গোলজার হোসেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জয়পুরহাট পেরৗসভার ছয় নম্বর ওয়ার্ড থেকে পরপর দুই বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ তিনি জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পান। ২০১২/১৩ সালে তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা দায়ের হলে তিনি পলাতক ছিলেন।