গাজীপুর,বর্তমানকণ্ঠ ডটকম: গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে ইটাহাটা এলাকায় শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে আহত ৬ জনের নাম জানা গেছে।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মো. এমরান হোসেন জানান, সকাল পৌনে ৭টার দিকে ভাওয়াল কলেজের পশ্চিম পাশে ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা থেকে গাজীপুরগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে বিপরীতগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের মধ্যে লেগুনার চালক ও একজন নারীও রয়েছেন। পুলিশ ও এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় পরিবহন শ্রমিক মো. নাজির উদ্দিন জানান, টাঙ্গাইলগামী মুমু পরিবহনের একটি বাস ঘটনাস্থলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এসময় গাজীপুরগামী যাত্রীবাহী ওই লেগুনাটি সামনে থাকা অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে মুমু পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে লেগুনার চালক ও যাত্রীসহ ৬ জন নিহত এবং বাসের চালক ও লেগুনার এক নারীসহ ৬ জন আহত হয়েছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, নারীসহ ৬ জনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। আর আহতদের মধ্যে লেগুনাযাত্রী নূর মোহাম্মদ (৩৫), বাবুল (৩৫), হাবিবুল্লাহ (৩৮), নজরুল হোসেন (১৮), আশিকুল ইসলাম (৪২) ও নাজমুল হককে (৪০) হাসপাতালে ভর্তি রয়েছেন।