খন্দকার শাহিন,বর্তমানকণ্ঠ ডটকম: মাধবদীতে এই প্রথমবারের মত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে বিগ বাজেটের আন্তঃ মেয়র গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট। ১৮ ডিসেম্বর দুপুরে এ টুর্ণামেন্টের ডি গ্রুপের ৩ নং ওয়ার্ড একাদশ বনাম ৭নং ওয়ার্ড একাদশ অনুষ্ঠিত হয়। আর এ খেলায় অনিয়ম, পরিচালা পরিষদের স্বজনপ্রিয়তা এনে অভিযোগ করেছে ৭নং ওয়ার্ড একাদশ এর কোর্চ আব্দুল আল-মামুন, অধিনায়ক কাজী জহির। তাদের অভিযোগে বলেন, টুর্ণামেন্টের নিয়ম মোতাবেক প্রতিটি টিমে বহিরাগত খেলোয়ার ৩ জন খেলতে পারবে কিন্ত ৩নং ওয়ার্ডের দলটি টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মুনিরুজ্জামানের হওয়ায় তারা প্রভাব খাঠান ও বহিরাগত খেলোয়ার নির্ধারিত ব্যাক্তির চেয়ে বেশী নিয়ে ম্যাচ খেলেন তা মাঠে প্রমান করা হলে খেলা কমিটি স্বজনপ্রিতা করেন।
এবিষয়ে টুর্ণামেন্টের আহব্বায়ক শেখ ফরিদ তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার পরও ৩নং ওয়ার্ড টিমের খেলোয়াররা প্রভাব খাঠিয়ে বহিরাগত নির্ধারিত ব্যাক্তির চেয়ে বেশী নিয়ে ম্যাচ খেলে জয় লাভ করেন।
উক্ত টুর্ণামেন্টের আগামী খেলা গুলোতে কমিটির স্বজনপ্রিয়তা খেলা পরিচালনায় বিঘ্নতা স্ব স্ব-দলগুলোর প্রভাব বন্ধের জন্য মাধবদী পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিকের সু-দৃষ্টির আহবান জানান দলগুলোর পরিচলনা পরিষদ। সেই সাথে দর্শকরা বলেন খেলায় আলাদা স্কোর বোর্ড, মাঠ থেকে যুকিপুর্ণ বাশেঁর খুটি বাদ দিয়ে মোটা রশি দিয়ে বাউন্ডারী,আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা ও বহিরাগত দক্ষ্য আম্পায়ার নিয়োগ দেয়ারও আহবান জানান মেয়রের নিকট।