নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন বিপুল ভোটে জয়ের মাধ্যমে অভাবনীয় ফল পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে নাসিক নির্বাচনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনের পক্ষে ১১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারভিযান শেষে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
নাসিক নির্বাচনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে তুলনা করে শামসুজ্জামান দুদু বলেন, ‘সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সকল জরিপে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও নীরব বিপ্লবের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। নাসিক নির্বাচনে তেমনিভাবে স্থানীয় ভোটারদের নীরব বিপ্লবের মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থী অবভাবনীয় ফল পেতে যাচ্ছে।’
কারণ হিসেবে ছাত্রদলের সাবেক এই সভাপতি উল্লেখ করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কোন্দলের কারেণই বিএনপির প্রার্থী এই নির্বাচনে বিজয়ী হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও সেলিনা হায়াত আইভীর পক্ষে প্রচারণায় অংশ নেননি। তারা আইভীকে পরাধীন ভাবছেন। কারণ আইভী তাদের মনোয়ন বোর্ডের পছন্দের প্রার্থী নন।
তিনি আরও বলেন, ‘নাসিক নির্বাচন আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যার কারণে এই নির্বাচনের ফলাফলের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে।’
১১ নং ওয়ার্ডের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে পথসভায় সাবেক সাংসদ হারুনুর রশিদ, অধ্যক্ষ সেলিম মিয়া, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।