নারায়ণগঞ্জ থেকে,বর্তমানকণ্ঠ ডটকম: অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরশন (নাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে জানমালের নিরাপত্তায় প্রয়োজনে গুলি ছোঁড়া হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নূরুজ্জামান।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জের মাসদাইর পুলিশ লাইনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নাসিক নির্বাচন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের (ইসি) চাহিদা মোতাবেক ফোর্স দেয়া হয়েছে।’
বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ কী পদক্ষেপ নেবে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে ডিআইজি বলেন, ‘আইন অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তা ও জনগণের জানমাল রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। ভোটকেন্দ্রে যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করে আত্মরক্ষার্থে পুলিশ প্রয়োজনে গুলি ছুড়বে।’
নাসিক নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মইনুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।