স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ব্রিটিশ ক্রিকেট দল ভারত সফরে এসে কোনো সুবিধাই করতে পারলো না। চেন্নাই টেস্টে ব্যাটিংয়ে করুণ নায়ারের রানের পাহাড় আর বোলিংয়ে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে দাঁড়াতেই পারলো না কুক শিবির। চেন্নাই টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ইনিংস ব্যবধান ও ৭৫ রানে হারিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত।
আজিঙ্কা রাহানের চোটের কারণে বদলি হিসেবে দলে জায়গা করেই ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন নায়ার। ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে অসাধারণ এই মাইলফলকে পৌঁছে নাম লেখালেন রেকর্ড বইয়ের বেশ কয়েকটি পাতায়। অথচ অজিঙ্কা রাহানে ফিট থাকলে একাদশেই জায়গা হতো না নায়ারের!
প্রথম ইনিংসে ইংল্যান্ড দলের গড়া ৪৭৭ রান চাপা পড়েছে লোকেশ রাহুল ১৯৯ ও করুণ নায়ারের ত্রিশতকে। পার্থিব প্যাটেলের দেখাদেখি অর্ধশতক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪৭৭ রানের জবাবে ৭ উইকেটে ৭৫৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ইংল্যান্ড যদিও চতুর্থ দিন শেষ করেছে বিনা উইকেটে ১২ রানে।
৫ম দিনে ব্যাট করতে নেমে শুরুতে একটু আশার আলো দেখাচ্ছিলেন অ্যালিস্টার কুক। ৪৯ রানে জাদেজার ঘূর্ণিতে তার বিদায়ের পর লড়ে যাচ্ছিলেন জেনিংস। জেনিংসের ব্যাটও থেমে যায় ৫৪ রানে। তারপর মঈন আলীর ৪৪ রানের ইনিংস ছাড়া কেউই জাদেজা বোলিং তোপে টিকতে পারেন নি। ধারাবাহিকভাবে সাজঘরে ফিরতে হয়েছে ব্রিটিশ শিবিরকে। চেন্নাই টেস্টের পরাজয়ের পর ৫ টেস্টে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে ভারত। একটিতে ড্র।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৭৭
ভারত ১ম ইনিংস: ১৯০.৪ ওভারে ৭৫৯/৭ ইনিংস ঘোষণা (রাহুল ১৯৯, প্যাটেল ৭১, পুজারা ১৬, কোহলি ১৫, নায়ার ৩০৩*, বিজয় ২৯, অশ্বিন ৬৭, জাদেজা ৫১, যাদব ১*; ব্রড ২/৮০, বল ০/৯৩, মইন ১/১৯০, স্টোকস ১/৭৬, রশিদ ১/১৫৩, ডসন ২/১২৯, রুট ০/১২, জেনিংস ০/২০)
ইংল্যান্ড ২য় ইনিংস:
৮৮ ওভারে ২০৭/১০
ফলাফল: ভারত ৭৫ রানে জয়ী