গাইবান্ধা,বর্তমানকণ্ঠ ডটকম: জেলা সদর সাব-রেজিস্ট্রি অফিস নানা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। জমি ক্রেতা-বিক্রেতারা এই অফিসে মুষ্টিমেয় কয়েকজন দুর্নীতিবাজ দলিল লেখক ও কর্মচারীদের দুর্নীতির কারণে চরম হয়রানির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে এ অফিসে ব্যাপক দুর্নীতির অভিযোগ থাকলেও দেখার কেউ নেই।
ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, গাইবান্ধা দলিল লেখক সমিতির নাম ভাঙ্গিয়ে সরকারি নিয়ম নির্ধারিত ফি ছাড়াও বিভিন্ন অজুহাতে অফিস খরচের নামে দলিল প্রতি সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়।
চাহিদা মত অর্থ পরিশোধ না হলে দলিল সম্পাদন হয় না। প্রতিদিন দলিল রেজিস্ট্রি করার সরকারি বিধান থাকলেও এখানে সে নিয়মের কোন তোয়াক্কাই করা হচ্ছে না। সপ্তাহে শুধু মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই তিনদিন জমি রেজিস্ট্রি করা হয়।
অথচ এখানে প্রতি কার্যদিবসে ২শ’ ৫০ থেকে ৩শ’ দলিল রেজিস্ট্রির জন্য জমা হচ্ছে। সঠিক সময়ে দলিল জমা প্রদান করলেও অজ্ঞাত কারণে এসব দলিল লেট ফি নিয়ে দলিল রেজিস্ট্রি করা হয়। আর লেট ফি হিসাবে দলিল প্রতি অতিরিক্ত দিতে হচ্ছে ৩শ’ থেকে ৫শ’ টাকা।
অভিযোগ রয়েছে গ্রামগঞ্জ থেকে আসা জমি ক্রেতা-বিক্রেতাকে জমির পরিমাণ কম অথবা বেশি করে দলিল রেজিস্ট্রি করে দেয়া, জাল দলিল সম্পাদন করা, কবলা দলিলকে হেবা মূলে পরিণত করা, ভলিউম বইয়ের পাতা পাল্টানো, জাল খারিজ-পর্চা ও ডিসিআর তৈরি করা, দাতা গ্রহিতার ছবি পরিবর্তন করাসহ মোটা অংকের টাকার বিনিময়ে এসব সম্পন্ন করছে সংঘবদ্ধ একটি দুর্নীতিবাজ চক্র।
এছাড়াও দলিল লেখক সমিতির নামে বেআইনীভাবে রেজিস্ট্রি অফিসের একটি কক্ষ দখল করে রাখার অভিযোগ রয়েছে।
উপরোক্ত বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি করেন ভুক্তভোগী সদর উপজেলাবাসী।