নিজস্ব প্রতিবেদক,বর্তমানকন্ঠ ডটকম: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ইস্যুতে রাজনৈতিক আরও ছয় দলকে সংলাপের জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ‘সার্চ কমিটির’ মাধ্যমে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
আগামী ফেব্রুয়ারিতে এ কমিশনের মেয়াদ শেষে নতুন যে ইসি দায়িত্ব নেবে, তার অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে। এবার রাষ্ট্রপতি আবদুল হামিদও ‘সার্চ কমিটি’ করে নতুন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন।
আমন্ত্রিত দলগুলো হলো- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ তরীকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ইতোমধ্যে এই দলগুলোকে বঙ্গভবনে আমন্ত্রণের চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে।
তিনি জানান, ২৭ ডিসেম্বর বিকালে ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিএনএফ ও ইসলামী ঐক্যজোট, ২ জানুয়ারি জেপি (মঞ্জু) এবং ৩ জানুয়ারি তরীকত ফেডারেশন ও বিজেপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া সময় পরিবর্তনের জন্য আবেদন করায় জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ২৬ ডিসেম্বর আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি।