রনজিৎ বর্মন,বর্তমানকণ্ঠ ডটকম: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার দিবাগত রাতে রীমা(১৮) নামে এক গৃহবধু বাস ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আতœহত্যা করেছে। সে বাদঘাটা গ্রামে রায়হান ইসলামের স্ত্রী।
শ্যামনগর থানার এস আ্ই আব্দুল হালিম জানায় সকালে তার পরিবারের সদস্যরা রীমাকে গলায় রশি দিয়ে ঝুলতে দেখে পুলিশকে সংবাদ দেয়। লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আরও জানা যায় রীমার শ^শুর রুহুল আমীন চাকুরী সুত্রে বাদঘাটা গ্রামে ভাড়া বাড়ীতে থাকেন। তাদের পৈত্রিক বাড়ী পিরোজপুর উপজেলায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে শ্যামনগর থানায় মামলার প্রস্ততি চলছিল।