নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: দেশের আইন-শৃঙ্খলা বাহিনী ইচ্ছাকৃতভাবে বিরোধী দলের সদস্য ও সমর্থকদের পায়ে গুলি করছে বলে জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
৪৫ পৃষ্ঠার ঐ প্রতিবেদনে এসব অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত, নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়।
প্রতিবেদনে এইচআরডব্লিউ’র এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এই অবস্থা আরো খারাপ হয়েছে।”
এই প্রতিবেদনে ২৫ জনের কাছ থেকে তথ্য-প্রমাণ জোগাড় করা হয়েছ, যাদের বেশির ভাগই বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর সদস্য ও সমর্থক। তারা জানিয়েছেন, পুলিশ কোনো উস্কানি ছাড়াই তাদের পায়ে গুলি করে। এদের মধ্যে বেশ কয়েকজন চিরতরে পঙ্গু হয়ে গেছেন।
প্রতিবেদনে জানানো হয়, পায়ে গুলি করার এই প্রবণতা লক্ষ্য করা গেছে ২০১৩ সালের শুরুর দিকে। এ সময় যুদ্ধাপরাধের দায়ে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের উচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদেরকে আহ্বান জানানো, যাতে তারা এসব ঘটনার তদন্ত করে, ন্যায় বিচার, জবাবদিহিতা ও নিরাপত্তা বাহিনীর সংস্কারের জন্য উপযুক্ত সুপারিশ করতে পারে।