নিজস্ব প্রতিবেদক,বর্তমানকন্ঠ ডটকম : বড়দিনে রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর সারা দেশের মতো রাজধানীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন হবে। এ দিনের পবিত্রতা রক্ষা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ওই দিন ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হলো।