মাধবদী,বর্তমানকণ্ঠ ডটকম: মাধবদী থানা কিন্টার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কিন্টার গার্টেন বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ২১ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মাধবদী থানার ৩৯টি কিন্টার গার্টেনের মোট ৪৮৯ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। এদের মধ্যে প্রথম শ্রেণীতে ১৬১ জন, দ্বিতীয় ১৫৯ জন, তৃতীয় শ্রেণীতে ৮১ জন এবং চতুর্থ শ্রেণীতে ৮৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। সকাল ও বিকাল দুই ধাপে দুই দিনে মোট ৪টি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসময় পরীক্ষা নিয়ন্ত্রক এমদাদুল ইসলাম খোকন জানান, খুবই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সবার সহযোগিতায় শিক্ষার্থীরা তাদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাতে পারবে।
মাধবদী থানা কিন্টার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও কেন্দ্র সচিব মফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও হল সুপার মো: হোসেন আলী জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী ভীতি এড়াতে এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক শিক্ষার প্রসার ঘটাতে আমাদের এ প্রয়াস। এছাড়া মাধবদী থানার সকল অভিবাবক ও শিক্ষার্থীদের বছর শেষে একই প্লাটফর্মে এসে মিলনমেলা ঘটে।
পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ভুইয়া,বিশিষ্ট শিল্পপতি আল-আমিন রহমান ও নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো: সেলিম মিয়া প্রমুখ।