রাঙ্গামাটি,বর্তমানকণ্ঠ ডটকম: কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৪ বছর পর্দাপণ উৎসব উদযাপন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলাবাসী।
শনিবার বিকালে রাঙ্গামাটি প্রেসক্লাবে ইত্তেফাকের ৬৪ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
ইত্তেফাক রাঙ্গামাটি জেলা প্রতিনিধি একেএম মকছুদ আহমেদের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শহিদুল্লাহ, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি বারের সদস্য দীপেন দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাক কাউখালী (রাঙ্গামাটি) উপজেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ।