নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: ‘সত্তর সালে আমার বাড়িতে ইত্তেফাক ছাড়া অন্য কোন পত্রিকা রাখা হত না। তখন ইত্তেফাক আসলে শুধু পত্রিকা ছিল না। আমাদের গ্রামে স্বাধীনতা সংগ্রামে সবচাইতে বড় অস্ত্র ছিল দৈনিক ইত্তেফাক।’ কাওরান বাজারে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৪ বছর উদযাপন অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে যোগ দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
এ সময় ইত্তেফাকের প্রশংসা করে তিনি বলেন, জন্ম থেকেই ইত্তেফাক সত্যের পথে আছে। বর্তমানেও ইত্তেফাক শুধু সত্যের পথেই নয়, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নিজেদের মর্যাদা সমুন্নত রেখেছে।
তিনি আরো বলেন, ইত্তেফাক কোন গুজবের সংবাদ প্রকাশ করে না। এটা আমার অনেক ভাল লাগে।
বক্তব্যের শেষ ভাগে এসে তিনি বলেন, ইত্তেফাক স্বাধীনতার সংগ্রামের সঙ্গে আছে, মুক্তিযুদ্ধের সঙ্গে আছে, গণতন্ত্রের সঙ্গে আছে। আমাদের জননেত্রী শেখ হাসিনারও অত্যন্ত পছন্দের পত্রিকা ইত্তেফাক।
সর্বশেষে তিনি বলেন, ইত্তেফাক আমার অনেক প্রিয় পত্রিকা। ইত্তেফাক টিকে থাকুক। অনন্তকাল ধরে ইত্তেফাক টিকে থাকুক। এই কামনা করে ইত্তেফাক পরিবারের সবাইকে জন্মদিনের শুভেচ্ছা।