সৈয়দ মুন্তাছির রিমন,বর্তমানকণ্ঠ ডটকম: সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন সকাল থেকে শুরু হয়ে বিকাল ২টা পর্যন্ত ভোট গ্রহন প্রক্রিয়া চলে। এর মধ্যে জেলার সর্বত্র ভোটার সংখ্যা কম থাকার ফলে উপস্থিতি চোখে পড়েনি। তবুও ভোট গ্রহন দেখার জন্য দর্শনাথীর সংখ্যা ছিল প্রচুর। বড়লেখার সুজানগর ইউনিয়নের গোল্ডেন ক্লাবের সভাপতি রহিম বক্ত মূসা জানান-এ নির্বাচনে সাধারন জনগণের ভোট প্রয়োগ না থাকলেও তারা বিপুল উৎসাহে ফলাফলের দিকে চেয়ে আছে। এ জেলায় চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করেছেন মোট ৬ জন প্রার্থী। আওয়ামীলীগের অন্যতম নেতা ইমরুল ইসলাম লাল জানান যার জীবন-যৌবন, রাজনৈতিক রাজপথে ত্যাগী আদর্শ্যকে লালন করে এতোটা পথ পারি দিয়েছেন তিনি পুনরায় নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। এমনকি এই ফলাফলে একটি আদর্শ জীবন পেল। যা সকল মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। তিনি জেলার বীরমুক্তিযোদ্ধা-রাজীনিতিবিদ মো: আজিজুর রহমান। সর্বশেষ বেসরকারি ভাবে জানা যায় চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের আজিজুর রহমান (চশমা) প্রতীক নিয়ে ৩৪২ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এমএম শাহিন (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৯ টি ভোট, এম এম রহিম শহীদ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ২শ ৫৩ টি ভোট, সাহাবুদ্দিন সাবুল (প্রজাপতী) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ টি ভোট, বকসি ইকবাল আহমদ (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ টি ভোট ও সুয়েল আহমদ (তালগাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ২ টি ভোট। জেলা পরিষদ নির্বাচন নিরেপক্ষ ও সুষ্ঠুভাবে শেষ হয়েছে। সাধারণ সদস্য পদে ১৫টি ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ১.আবু আহমদ হামিদুর রহমান। ২. শহীদুল আলম শিমুল। ৩. আজিম উদ্দিন। ৪. মো. বদরুল ইসলাম। ৫. সেলিম আহমদ। ৬. মো. আব্দুল মানিক। ৭. এম এ আহাদ। ৮. রওনক আহমদ। ৯. মো. আতাউর রহমান। ১০. মো. মামুনুর রশীদ চৌধুরী। ১১. হাসান আহমদ জাবেদ। ১২. মো. মশিউর রহমান। ১৩. মো. বদরুজ্জামান সেলিম। ১৪. মো. হেলাল উদ্দিন। ১৫. মো. মুর্শেদুর রহমান। সংরক্ষিত নারী সদস্য হিসেবে ১,২ ও ৩ নং ওয়ার্ডে জুবেদা ইকবাল। ৪,৫ ও ৬ শিরিন আক্তার চৌধুরী মুন্নু। ৭, ৮ ও ৯ রাকিবা সুলতানা। ১০,১১ ও ১২ সৈয়দা জেরিন আক্তার। ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড থেকে তরফদার রিজুয়ানা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।