নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদীতে অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ দীর্ঘ দিনের প্রতিক্ষিত জেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট আসাদোজ্জামান বেসরকারীভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। দেশব্যাপী অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন-২০১৬’র অংশ হিসেবে প্রথম বারের মতো নির্বাচিত জন-প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নরসিংদীতে বিপুল ভোটের ব্যবধানে একই দলের একমাত্র বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন ভূইয়াকে পরাজিত করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও সাবেক প্রশাসক তীব্র প্রতিদ্বন্ধীতাপূর্ণ নির্বাচনে বিজয় অর্জন করেছেন। আজ ২৮ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে জেলার ১৫টি ভোট কেন্দ্রের কোথাও কোন প্রকার অপ্রীতিকর ও সহিংস ঘটনা ব্যতিরেকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুন্দর সূ-শৃংখল পরিবেশের মধ্য দিয়ে একটানা ভোট গ্রহন সমাপ্ত হয়েছে।
অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট আসাদোজ্জামান বেসরকারীভাবে ৫৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে একই দলের বিদ্রোহী নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুল মতিন ভূইয়া ১০৭ ভোটের ব্যবধানে ৪৩১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও সম্প্রতি যুগ্ন-সচিব পদে পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান নরসিংদী’র নির্বাচনী ইতিহাসে অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে জেলার কোথাও কোন প্রকার অপ্রীতিকর ও সহিংস ঘটনার সংবাদ পাওয়া যায়নি।