নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের একটি স্পিনিং মিলের এক কিশোর শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় আল-আমিন(১৬)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী এলাকায় ছাবেদ আলী স্পিনিং মিলের এ ঘটনা ঘটে। আহত আল-আমিন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের গোবিন্দী গ্রামের হাছান আলীর ছেলে। ঘটনার পরপরই অভিযুক্ত রিমনকে আটক করেছে পুলিশ। আটক রিমন রাজশাহী জেলার চারঘাট থানার থানাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, দুপুরে উজান গোবিন্দী ছাবেদ আলী স্পিনিং মিলে মেকানিক্যাল ইউনিটের শ্রমিক আল-আমিন, রিমন (২০) ও ইমন (১৪) সহ চার থেকে জন শ্রমিক কাজ করছিল। এ সময় আল-আমিনকে জোর করে পায়ু পথে প্লাষ্টিকের নল ধরে বাতাস ঢুকিয়ে দেয় শ্রমিক রিমন। এক পর্যায়ে আল-আমিনের পেট ফুলে গিয়ে সে ছটফট করতে থাকে।
ঘটনাটি পাশে থাকা ইমন ও অন্যরা দেখে স্পিনিং মিল কর্তৃপক্ষকে জানালে তারা আল-আমিনকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসি জানান, ঘটনার সাথে জড়িত রিমনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।