খন্দকার শাহিন,বর্তমানকণ্ঠ ডটকম: দেশের বস্ত্র শিল্প খ্যাত মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক বলেছেন, সন্ত্রাস ও মাদক মুক্ত মাধবদী গড়ার লক্ষ্যে যুব সমাজকে কাজ করতে হবে। তিনি ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে নরসিংদী শহরের জনপ্রিয় ব্যান্ড দল চাতকের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
মাধবদী এস.পি ইনিস্টিটিউশন মাঠে ‘ইউথ সোসাইটি অব মাধবদী’র আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার প্যানেল মেয়র মো: সালাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি মো: সালাহ উদ্দিন আহম্মেদ, মাধবদী শহর আওয়ামীলীগের সাংগঠনি সম্পাদক বেনুজির আহম্মেদ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শেখ ফরিদ ও সাকিব ফেব্রিক্স এন্ড টেক্সটাইল (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আরিফ হোসেন।
উল্লেখ্য, লালন সাঁইজির বানীকে অনুসরণ করে ব্যান্ড ‘চাতক’ ২০০৯ সালে জন্ম নেয়। খুব অল্প সময়ে দেশ-বিদেশে জনপ্রিয়তা লাভকরে ব্যান্ড দল ‘চাতক’, এ ব্যান্ড দল ২০১৪ সালে বিদেশের মাঠিতে নরসিংদীর হয়ে প্রথম কনসার্ট করেন ও লালন সাঁইজির সেরা ব্যান্ড দল হিসেবে গতবছর এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) পারফরমেন্স এ্যাওয়ার্ড-২০১৫ ভূষিত হয় ‘চাতক’।