চট্টগ্রাম,বর্তমানকণ্ঠ ডটকম: চট্টগ্রাম নগরীর পিলখানা রেলক্রসিং এলাকায় একটি সিএনজি অটোরিকশা দ্রুত পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই জন।
বুধবার বিকেলে নগরীর মুরাদপুর পিলখানা রোডের মধুবন রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনা সদরের কোতোয়ালি থানার মৃত আজিজুর রহমানের স্ত্রী মনোয়রা বেগম (৫৫) ও আফরিন আক্তার (১৬)।
ষোলশহর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, পিলখানা রেলক্রসিং এলাকায় একটি সিএনজি অটোরিকশা দ্রুত পার হওয়ার সময় রেলপথের উপর আটকে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মানোয়ারা বেগম ঘটনাস্থলে নিহত হন।
আহত অপর তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের মধ্যে আফরিন আক্তারকে মেডিকেলের ২৮ নং ওয়ার্ডে মৃত ঘোষণা করা হয়। আহত অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক।