খেলা ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে বৃহস্পতিবার মেলবোর্ন রেনেগেডসকে ৪ উইকেটে পরাজিত করেছে পার্থ স্কোরচার্স।
তবে মেলবোর্ন সমর্থকদের জন্য হতাশাজনক একটি সংবাদ, বিগ ব্যাশ লিগ থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার `চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন` খ্যাত ডোয়াইন ব্র্যাভো।
হ্যামস্ট্রিং ইনজুরিতে লিগের বাকিটা সময় মাঠের বাইরে কাটাতে হবে ব্র্যাভোকে। বৃহস্পতিবার পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি বাঁচাতে গিয়ে ইনজুরিতে পরেন ব্র্যাভো। শুক্রবার তার পায়ে স্ক্যান করানো হয়।
বিগ ব্যাশ লিগ কর্তৃপক্ষকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্র্যাভো জানান, বাম পায়ে তার অস্ত্রোপচার জরুরী। অস্ত্রোপচারের পরও তাকে পুর্নবাসন প্রক্রিয়ায় থাকতে হবে দীর্ঘদিন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে ব্র্যাভোকে।
ব্র্যাভোর বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে তা এখনও ঘোষণা করেনি মেলবোর্ন রেনেগেডস। দলটির অধিনায়ক অ্যারোন ফিঞ্চ বলেছেন, `ব্রাভোকে হারানো আমাদের জন্য বড় ক্ষতি। সে এ মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সে এখানেও খেলতে মুখিয়ে ছিল। তবে ইনজুরির কারণে সেটা এখন আর সম্ভব হচ্ছে না।`