নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‘কে-নাইন ইউনিট’ সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাধ দমনে বর্ধিত শক্তি হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ‘বর্তমানে কে-নাইন ইউনিটে ১০টি কুকুর আছে। তার মধ্যে ৫টি বিষ্ফোরক উদ্ধারে এবং ৫টি মাদকদ্রব্য উদ্ধারে কাজ করছে। এ ইউনিটের জনবল বাড়িয়ে কার্যক্ষমতা আরও বাড়ানো হবে।’
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিরপুর পুলিশ লাইনে কে-নাইন ইউনিটের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই থেকে শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১০ সপ্তাহ প্রশিক্ষণ শেষে এই ১০টি কুকুরকে অপারেশনের জন্য প্রস্তুত করে তোলা হয়। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিজ এর অধীনে ৪ জন ডেলিগেটস এই কুকুরগুলোকে প্রশিক্ষণ দেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে কে-নাইন বর্ধিত শক্তি হিসেবে কাজ করবে। অপরাধের ধরন পাল্টেছে। অপরাধীরা নানা কৌশলে অপরাধ করে থাকে। অপরাধ দমনে কে-নাইন ইউনিট মৌলিক পরিবর্তন আনবে।’
অপরাধ দমনে কে-নাইন ডিএমপি’র একটি নতুন প্রযুক্তি মন্তব্য করে তিনি বলেন, ‘ভিভিআইপি নিরাপত্তায় কে-নাইন ইউনিট সুইপিং এর কাজ করবে। এই ইউনিটের সদস্যরা বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে।’
সমাপনী অনুষ্ঠানে ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত ১০ সদস্যকে গ্রাজুয়েশন সনদ প্রদান করেন ও মোট এক লাখ টাকা নগদ প্রদান করেন ডিএমপি কমিশনার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কশিশনার (প্রশাসন) শাহাব উদ্দীন কোরেশী, সিটি প্রধান মো. মনিরুল ইসলাম ও ইউএস অ্যাম্বাসির সিনিয়র ল’ ইনফোর্সমেন্ট অ্যাডভাইজর স্কট কোয়েটজে প্রমুখ।