নরসিংদী প্রতিনিধি,বর্তমানকণ্ঠ ডটকম:: নরসিংদী ও নারায়ণগঞ্জে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩ সহশ্রাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার মাধবদীর শিমুলীয়াকান্দি ও বিবিরকান্দি এবং হাজার উপজেলার মোল্লারচর, ছোট মোল্লারচর ও কলাগাছিয়া গ্রামে এই অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালীন সময় প্রায় ৪ হাজার ফুট পাইপ সহ গ্যাসের মূল্যবান জিনিসপত্র জব্ধ করা হয়। তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ তওহিদুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় নরসিংদী মাধবদী শিমুলীয়াকান্দি ও বিবিরকান্দি এবং নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার মোল্লারচর, ছোট মোল্লারচর ও কলাগাছিয়া এবং ৫টি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস কারিগরি শাখার সহকারী প্রকৌশলী আব্দুল আলীম রাসেলের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি কারিগরি দল মাটি খুঁড়ে চারশত ফুট নিম্ন মানের লোহার পাইপ, বিশটি রাইজার সহ মালামাল উদ্ধার করে। এ সময় আরও উপস্থিত ছিলেন কারিগরি শাখার মফিজ উদ্দিন, আয়ুব ভূইয়া সহ তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ তওহিদুল ইসলাম বলেন, আমরা অভিযান চালিয়ে আড়াইহাজার মোল্লার ও শিমুলীয়াকান্দি এলাকায় প্রায় তিনহাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করি। এতে সকারের প্রতিমাসে বিশ হাজার টাকা রাজ্বস্ব ক্ষতি হচ্ছে। গ্যাস চক্রের সাথে জড়িত থাকা জালিয়াত চক্রেরে বিরুদ্ধে চারজনের নাম উলেখ্য করে ২ সহশ্রাধিক ব্যাক্তি নামে মামলা হয়েছে। প্রতিদিনই নরসিংদী জেলার তিতাস গ্যাসের অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।