লক্ষণ বর্মন,বর্তমানকণ্ঠ ডটকম: আসন্ন শারদীয় দূর্গাপূজা জঙ্গী ও সন্ত্রাসবাদ আতংকের মাঝেও ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদীর ৬টি উপজেলার পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা করেছে নরসিংদী জেলা প্রশাসন। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন সুলতানা রাজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং শিক্ষা ও আইসিটি জসিম উদ্দিন হায়দার, এনডিসি কাবিরুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফ উল আফসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার বশির আহমেদ, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, আ: কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক সফিকুল মানিকসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।
এসময় সভায় আসন্ন দূর্গা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বছর জেলায় মোট ৩১১ টি পূজা মন্ডপে পূজা উৎসব পালিত হবে। ইতোমধ্যে নরসিংদী জেলা প্রশাসন পূজা উদযাপণ পরিষদকে ১৬১ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন।