বিনোদন ডেস্ক, বর্তমানকণ্ঠ ডটকম: ঢাকা: চলতি বছর থেকেই ঢাকাই চলচ্চিত্রের সাবেক শীর্ষ নায়িকা অপু বিশ্বাস কোন কারণ ছাড়াই লাপাত্তা। তার এই গা ঢাকার কারণে বিপদের মুখে পরে বহু পরিচালক প্রযোজক। আর এদিকে দেশের সর্বাধিক জনপ্রিয় জুটি শাকিব-অপুকে পর্দায় অনুপস্থিত দেখে হতাশ তাদের ভক্ত কুল।
এই হতাশায় কিছুটা আশার কোমল পরশ দিয়েছে শাকিব আর নবাগতা বুবলির জোড়া ছবি। ‘শুটার’ ও ‘বসগিরি’ মুক্তির পর অল্প সময়েই তারা একটি সফল জুটির রুপ নিয়েছিল। এর ফলপ্রসূ আরও একটি ছবিতে শকিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা।
এদিকে এই জুটি যখন ইন্ডাস্ট্রির জন্য নতুন কিছু উপহার দেয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই দেশের কিছু অসাধু গণমাধ্যম কর্মী গুজব রটাতে ব্যাস্ত হয়ে পরেন।
সম্প্রতি এক দৈনিকে প্রকাশ পায় শাকিবকে নিয়ে গোপন অভিসারে রয়েছে বুবলি। তিনি নাকি শাকিবের পিছু ছাড়ছেন না, এমনকি কোলকাতার ‘নবাব’ শুটিং সেটেও নাকি উপস্থিত রয়েছেন এই নায়িকা।
এদিকে বুবলির হাতে ‘এস বি (SB)’ ট্যাটু আকা দেখে গুজব ছড়াচ্ছে যে শাকিব নামের অদ্য অক্ষর আর নিজের নামের অদ্য অক্ষর দিয়ে ট্যাটু বানিয়ে রেখেছেন বুবলি অর্থাৎ ‘শাকিব (S) বুবলি (B)’। আর এতেই নাকি প্রমাণ পায় শাকিবকে নিজের জীবন সঙ্গি করতে মরিয়া এই নায়িকা।
কিন্তু সহজ ভাবে চিন্তা করলেই বোঝা যায় ‘এস বি (SB)’ এর পূর্ন রুপ হচ্ছে শবনম বুবলি (Shobnom Bubly)। শাকিব-বুবলি নয়।
এমনও শোনা যায় বুবলি নাকি কলকাতা গিয়ে শাকিব যেই হোটেলে উঠেছেন তার পাশের রুমেই নাকি তিনি রয়েছেন। সর্বক্ষন নাকি তার সাথে থাকছেন তিনি।
অবশ্য শাকিব খানের অতীত ঘাঁটলেই পাওয়া যাবে তিনি কেমন করে নিজের ছায়ায় অপুকে ঢেকে রেখে ছিলেন। অপু অভিনীত মুক্তি পাওয়া প্রথম ৫০টি চলচ্চিত্রের ৪৭ টিই মুক্তি পেয়েছিল শাকিবের সাথে। তিনি শাকিব ছাড়া অন্য কোন নায়কের সাথে জুটিও করতে চাইতেন না। নাক তাকে করতে দেওয়া হত না, তা অপু নিজেই ভালটা জানেন।
এদানিং এমন বুলি বুবলির মুখেও শোনা যাচ্ছে। তিনিও চাচ্ছেন নিজের ক্যারিয়ারের ভিত আরেকটু শক্ত করতে শাকিবের সাথে জুটি করাই নাকি ভালো। তবে এখন আসলে বলা মুশকিল কে কাকে কার ছায়ায় লুকাতে চাচ্ছেন।