নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: শেষ পর্যন্ত প্রকাশিত হয়েছে বিসিসিআই বনাম লোধা কমিটির মামলার রায়। ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোলের (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকেকে বহিষ্কার করা হয়েছে।
এনডিটিভির খবরে জানা গেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন প্রশাসক নিয়োগ করবেন আদালত। এ সময় বোর্ডের দুই সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করবেন। এর আগে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকের বিরুদ্ধে আদালতে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগ এনেছিল লোধা কমিটি।
২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ড প্রকাশ্যে আসার পর ক্রিকেটকে কলঙ্কমুক্ত করার জন্য জাস্টিস আরএম লোধার নেতৃত্বে একটি সংস্কার কমিটি গঠন করা হয়। সে সময় ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে নির্বাসিত হয়েছিলেন শ্রীশান্ত, চান্ডিলারা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে দুর্নীতিমুক্ত রাখার প্রস্তাব করে এই কমিটি। প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, এথিক্স অফিসার নিয়োগসহ আরো বেশ কিছু প্রস্তাব ছিল। ৭০ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি, কোনো মন্ত্রী বা সরকারি কর্মী, অন্য কোনো ক্রীড়া সংগঠনের সদস্য বা কর্তা, টানা নয় বছর বোর্ডের কোনো পদে থাকা ব্যক্তি, ফৌজদারি মামলা রয়েছে এমন কোনো ব্যক্তি বিশেষ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলে লোধা কমিটির সুপারিশে উল্লেখ করা হয়।
কমিটির সুপারিশ ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। কেবল গুরুত্বপূর্ণ সুপারিশগুলোই আমলে নেয় বোর্ড। তবে অফিস কর্মচারীদের নীতিমালা, এক রাজ্য এক ভোট, অ্যাপেক্স কাউন্সিলের পুনঃসংস্কার এবং প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়ে যেসব সুপারিশ দেওয়া হয়, সেগুলো গুরুত্ব দেয়নি বিসিসিআই।
আদালতের এ রায়ের পর অজর শিরকে বলেন, ‘এটা কোর্টের সিদ্ধান্ত, তাই আমার কিছু বলার নেই। তবে আমার কোনো আফসোস নেই, কারণ ব্যক্তিগত স্বার্থে কিছু করিনি আমি।’