নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে সাইদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের হাসনাবাদ ক্লিনিকের সামনে সিএনজি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
তিনি বলেন, নিহত সাইদুল একটি ব্রিকস ফ্যাক্টরিতে কাজ করত। তার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর উপজেলায়। আজ সে এবং তার সহকর্মীরা বাড়ি যাচ্ছিল।