নিউজ ডেস্ক,বর্তমানকন্ঠ ডটকম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর শুক্রবার। ৫ অক্টোবর বুধবার পর্যন্ত ভারতের নয়াদিল্লীতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজিবির গণসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বৃহস্পতিবার এ তথ্য জানান।
তিনি জানান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বিজিবি’র রংপুর, সরাইল, চট্টগ্রাম ও যশোর রিজিওনের কমান্ডাররা, বিজিবি সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।
অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মার নেতৃত্বে ২৫ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধিদলে ফ্রন্টিয়ার আইজিগণ, বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং সার্ভে অব ইন্ডিয়া এর কর্মকর্তাবৃন্দ প্রতিনিধিত্ব করবেন।
সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ প্রতিনিধিদল ৩০ সেপ্টেম্বর সকালে নয়াদিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
আগামী ৩ অক্টোবর ভারতীয় সময় সকাল ১০টায় নয়াদিল্লীর বিএসএফ সদর দপ্তরে সম্মেলনের জন্য নির্ধারিত আলোচ্য বিষয় অনুযায়ী উভয় পক্ষের মধ্যে মূল বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন বিজিবি মহাপরিচালক ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এবারের সম্মেলনে আলোচনায় সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা, বাংলাদেশে অনুপ্রবেশ ও মানবপাচার, আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য চোরাচালান, ফেনসিডিলসহ অন্যান্য মাদক ও নেশাজাতীয় দ্রব্য পাচারসহ বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব পাবে।
এদিকে, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) এর সভানেত্রী বেগম দিলশাদ নাহার আজিজ এর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল ইতোমধ্যে ভারতে পৌঁছেছেন।