স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন রুবেল হোসেন। রুবেলের বলে সাকিব আল হাসানের অসাধারণ এক ক্যাচে ব্যক্তিগত ৬ রান করে সাজঘরে ফিরেন ব্রুম। এর পর মোস্তাফিজের বলে আউট হন কলিন মুনরো। তৃতীয় আঘাত হানেন সাকিব। সাকিবের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন কোরি অ্যান্ডারসন।
এক পর্যায়ে ৬২ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। সৌম্য সরকারের অসাধারণ এক থ্রোতে মাশরাফির হাতে রান আউটের শিকার হয়ে ব্যক্তিগত ৭ রান করে সাজঘরে ফিরে গেছেন টম ব্রুস। এর পরের গল্প শুধুই কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডি গ্রান্ডহোমের। এরপর আর কোনো উইকেটের পতন না হওয়ায় ১৮ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৭৩ (৫৫) ও গ্রান্ডহোম ৪১ (২২) রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান ১টি করে উইকেট নেন।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু শুরুটা ভালো হয়নি টাইগারদের দলীয় ৫ রানের মাথায় ফিরে যান ইমরুল কায়েস। ম্যাট হেনরির বলে ক্যাচ আউট হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ইমরুল। এরপরই ব্যাটিংয়ে ধস নামে বাংলাদেশের। উইলারের শিকার হয়ে দলীয় ২৮ রানে ফেরেন তামিম ইকবাল। করেন ১৩ বলে ১১ রানে।
এরপর আসা-যাওয়ার করেন সাব্বির রহমান ও ফর্মহীন সৌম্য সরকার। ফেরার আগে সাব্বির করেন ১৪ বলে ১৬ রান আর যথারীতি ব্যর্থ সৌম্য শূন্য রানেই ফেরেন। দুই জনই আউট হন ফার্গুসেনের বলে। দলীয় ৬৭ রানে ও নিজের ১৪ রানে বিদায় নেন সাকিব আল হাসানও। কিছুক্ষণ লড়াই করে ২০ রানে প্যাভিলিয়নের পথ ধরে মোসাদ্দেক (২০)। আশাহত করেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি। ১ রান করে ফেরেন তিনি।
তবে মাহমুদউল্লাহ রিয়াদের ৪৭ বলে ৫২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করতে সমর্থ হয় বাংলাদেশ।
কিউই বোলারদের হয়ে ফার্গুসন একাই নেন ৩টি উইকেট। এছাড়া বেন হুইলার ২টি, ম্যাট হেনরি ১টি, গ্রান্ডহোম ১টি ও সাটনার ১টি উইকেট নেন।