নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার কিছু হলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। সেই আগুনের লেলিহান শিখায় ষড়যন্ত্রকারীরা ছাই হয়ে যাবে।’
মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, ‘১৯৭৫ আর ২০১৭ সাল এক নয়। ’৭৫ সালের বঙ্গবন্ধু অপেক্ষা ২০১৭ সালে সেই বঙ্গবন্ধু হাজারগুণ শক্তিশালী। তার রক্তের আদর্শ উত্তরসূরি শেখ হাসিনাও অনেক বেশি শক্তিশালী।’
ওবায়দুল কাদের বলেন, ‘গাইবান্ধায় সাংসদ লিটনকে মেরে টেস্ট কেস চলছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ষড়যন্ত্র চলছে। জনগণের ভোটে আওয়ামী লীগকে আর পরাজিত করা যাবে না। তাই আজ ষড়যন্ত্রকারীরা চক্রান্তের চোরাগলিতে এসে গেছে।’
তিনি বলেন, ‘গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন বছরের শেষ সাম্প্রদায়িক হামলার শিকার। লিটনকে কারা হত্যা করেছে তা সারাদেশের মানুষের জানা হয়ে গেছে। এই হত্যা জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের বিপক্ষে পুরনো ষড়যন্ত্রেরই আরেক রূপ।’
কাদের বলেন, ‘লিটন হত্যার পর তার নির্বাচিত এলাকায় যে জনপ্রতিরোধ গড়ে উঠেছে তাতেই প্রমাণ করে লিটনের কী জনপ্রিয়তা ছিলো। কোন প্রকৃতির নেতা ছিল সে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের ২০তম সম্মেলনের পর দলটি নবচেতনায় উদ্বেলিত হয়ে যাত্রা শুরু করেছে। এখন আওয়ামী লীগের যেকোনো সমাবেশেই জনপ্রতিনিধি ও তাদের ভোটারদের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। সুতরাং এই দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না।’
১০ জানুয়ারির জনসভা সফল করতে সকলের সহযোগিতা চেয়ে কাদের বলেন, ‘এবছরের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সর্বকালের সর্ববৃহৎ জনসভায় পরিণত হবে। এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক উগ্রবাদের বিপক্ষে নবজাগরণ ও গণজোয়ার অটুট রাখার জন্য সকল নেতাকর্মী ও দেশের সর্বশ্রেণির মানুষের উদ্দেশ্যে বিশেষ ভাষণ প্রদান করবেন।’
মেয়র সাঈদ খোকনের সফলতার বিষয়ে ওবায়দুল তাদের বলেন, ‘ঢাকা সিটি করপোরশেনের উন্নয়ন তখনই বুঝবো যখন এই এলাকা খাদ্যে ভেজালমুক্ত হবে, এই এলাকার তরুণ প্রজন্ম মাদকমুক্ত হবে। আমি মনে করি, খোকন উদ্যোমী নেতা, সে পারবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘১০ জানুয়ারি জনসভা সফল করতে আমি গতকাল একটি থানায় কর্মীসভা করেছিলাম। যা অতীতে কেউ করেনি। এ সভাটি কর্মীসভায় না থেকে জনসভায় রূপ নিয়েছিল। তাই আমি নগর নেতাদের বলছি জনসভার আগে একটি দিন আমি সূত্রাপুরে যেতে চাই।’
সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুক হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রমুখ।