সাতক্ষীরা,বর্তমানকণ্ঠ ডটকম: জেলার তালা উপজেলার জেঠুয়া বাজারে ট্রাক উল্টে ২ জন নিহত হয়েছেন। এতে আরও ৩ জন আহত হয়েছেন।
বুধবার (০৪ বুধবার) ভোর ৪টার দিকে তালা উপজেলার জেঠুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাক চালক রওশন আলী (৩৫) ও শ্রমিক আব্দুল আজিজ (৩০)। চালক রওশনের বাড়ি পাবনার আমিনপুরের মহেশখোলায় এবং আব্দুল আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, ‘ট্রাকটি একটি নদী খনন মেশিন নিয়ে তালা থেকে কপোতাক্ষ তীরে যাচ্ছিল। উপজেলার জেঠুয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকটি সরিয়ে দুটি লাশ উদ্ধার করে। এ সময় ট্রাকে থাকা শাহীন, ফাহাদ ও জসিম নামে তিন শ্রমিক আহত হয়েছেন।’