রাসেল খান,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীর তুরাগের দলিপাড়া এলাকায় তুরাগ থানা ছাত্রলীগের সম্ভাব্য সভাপতি শফিক এর উপর সন্ত্রাসী হামলা চালায়। এ হামলার ঘটনায় সফিক সহ তিনজন গুরুর্ত্বর আহত হয়েছে।
জানাযায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নিজ এলাকায় দলিপাড়া মাদ্রাসা সংলগ্ন রেকেট খেলার মাঠে ছাত্রলীগ এর প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠানের জন্য দলের কর্মীদের সাথে আলোচনা করা কালে ২৫/৩০ জন সন্ত্রাসী বাহিনী শফিক সহ চার জনকে বেড়িকেট দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে মাঠে ফেলে রেখে যায়।আত্মচিতকারের শব্দ পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে এবং থানায় খবর দেয়।
খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে আসে পার্শ্বের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে এবং ঘটনা স্থল পরির্দশন করেন।
এবিষয়ে জানতে চাইলে আহত ছাত্রলীগ নেতা শফিক জানায় আমি সহ আমার দলের লোকেরা প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠানের পরিকল্পনা করছিলাম। আমার মনে হয় আমি যাতে করে প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠানে অংশ গ্রহন করতে না পাড়ি তার জন্য সন্ত্রাসী বাহীনিরা এঘটনাটি ঘটায় ।
আহত তুরাগ থানা ছাত্রগীগের সম্ভাব্য সভাপতি শফিককে দেখতে তুরাগ থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুবে, এমডি হালিম সাধারন সম্পাদক তুরাগ থানা আওয়ামীলীগ, ৯নং ওয়ার্ড মেম্বার ইব্রাহীম গনি,তুরাগ থানা কৃষক লীগের আহবায়ক সাজেদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের আহবায়ক করিম খান, তুরাগ থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক সহ অনান্য নেতা কর্মীরা।
স্থানীয় সূত্রে জানাযায় বুধবার সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কি অনুষ্ঠানে প্রস্তুতি নেওয়ার সময় মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠে দাড়িয়ে আলোচনা করা কালে ২৫/৩০ জন্য লোক জন তাদের কে ঘিরে ফেলে এবং তাদের উপর দেশিয় দাড়ালো চাপাতি দিয়ে এলোপাথারি আঘাত করে এ ঘটনায় সাকিব(২২), রুপক(২৩) এবং সভাপতি প্রার্থী সফিক (২৮)আহত হয়। আহত সফিককে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে, রুপককে উত্তরা হাই কেয়ার এবং সাকিবকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে তুরাগ থানার অফিসার্র ইনচার্জ ওসি মাহাবুবে খোদা সত্যতা নিশ্চিত করে বলেন থানায় এখনও কোন মামলা হয়নি। আমি নিজেও ঘটনা স্থল পরিদর্শন করেছি।