মৌলভীবাজার,বর্তমানকণ্ঠ ডটকম: মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১২টায় শহরের চৌমুহনাস্থ অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানঞ্জলি অর্পন এবং কেক কাটেন আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুল রহমান রনির নেতৃত্বে হাজার হাজার ছাত্রলীগ কর্মীর উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে সমাবেশে মিলিত হয়। কেক কাটা অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, যুবলীগ নেতা নাহিদ আহমদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু ও সৈয়দ আল সুফিয়ান প্রমুখ। পরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়। খবর,এনবিস