নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীতে ছাত্রদলের পৃথক দুটি মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। ছাত্রদলের দাবি, ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন এবং ৭ জনকে আটক করেছে পুলিশ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বেলা ১২টার দিকে হাইকোর্টের সামনে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কালো ব্যাচ ধারন কর্মসুচি পালন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে পৌঁছে দিয়ে মিছিল নিয়ে ফিরে আসার সময় তাদের ওপর লাঠিপেটা করে পুলিশ।
মিছিলে অংশ নেয়া হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতা তানভীর আহমেদ বলেন, ম্যাডামকে আদালতে পৌঁছে দিয়ে ফিরে আসার সময় দোয়েল চত্ত্বরে পুলিশ আমাদের মিছিলে বাধা দেয়। আমরা শান্তিপুর্ণ মিছিল নিয়ে আসছিলাম। কিন্তু হাইকোর্টের সামনে আসা মাত্রই পুলিশ আমাদের ওপর লাঠি চার্জ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ বলেন, আমরা শান্তিপুর্ণ মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে আসার সময় হাইকোর্টের সামনে আসার পরই পুলিশ আমাদের ওপর হামলা করে। এ হামলায় ১৫ জন আহত হয়েছে এবং ৭ জনকে আটক করেছে পুলিশ। আমরা গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করছি।
এ বিষয়ে শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী বলেন, পুলিশ ছাত্রদলের মিছিলে কোনও লাঠিচার্জ করেনি। তবে কাওকে আটক করা হয়েছে কিনা জানা নেই, কারণ আমি এখন বাইরে।