নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য আবারও সময় পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ১২ জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
খালেদা জিয়ার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) পুরান ঢাকার বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। এসময় আদালতে খালেদা জিয়া উপস্থিত ছিলেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আজ (বৃহস্পতিবার) দিন ধার্য ছিল। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও বৃহস্পতিবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল।
গত ১ ডিসেম্বর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। আত্মপক্ষ শুনানিতে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নির্দোষ দাবি করেন। তিনি তার পক্ষে সাফাই সাক্ষী দেবেন বলেও আদালতকে জানান। এরপর তিনি আদালতে একটি লিখিত বক্তব্য দেন। তবে ওই দিন তার বক্তব্য শেষ হয়নি। পরবর্তীতে ১৫ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে বাকি বক্তব্য দিতে সময় ধার্য করা হয়। কিন্তু ধার্য তারিখে আদালতে হাজির না হয়ে আইনজীবীদের মাধ্যমে সময় আবেদন করেন তিনি। আবেদন মঞ্জুর করে ২২ ডিসেম্বর খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ২২ ডিসেম্বর আদালতে হাজির হলে ৫ জানুয়ারি হাজিরার পরবর্তী দিন ঠিক করেন বিচারক আবু আহমেদ জমাদার।