নরসিংদী,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদীতে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শিবপুর মডেল থানা পুলিশ বুধবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম এসব তথ্য জানান। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো, শিবপুরের উত্তর সাধারচর গ্রামের মো. আওলাদ হোসেন (৩৭), খৈনকুট গ্রামের মো. রতন মিয়া (২৯), নোয়াদিয়া গ্রামের মোজাম্মেল হক (২২) ও একই গ্রামের মো. কবির হোসেন (২০)।
সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম জানান, গ্রেফতারকৃতরা নরসিংদীসহ আশেপাশের বিভিন্ন জেলায় ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে নরসিংদীর শিবপুর ও পলাশ থানাসহ ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং গাজীপুর জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রিমান্ড চেয়ে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।