মোঃ রুবেল ইসলাম,বর্তমানকণ্ঠ ডটকম: প্রতি বছরের মত ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লৌহজং বিশ্ববিদ্যালয় মাঠে , আজ বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় কেক কাটা ও আলোচনা সভা । এ সভায় সভাপতি লৌহজং ছাত্রলীগ ওমর ফারুক রাজিব বাসারের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম শাওনের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ওসমান গনি তালুকদার, চেয়ারম্যান লৌহজং,বিশেষ অতিথি জাকির হোসেন বেপারী ভাইস চেয়ারম্যান লৌহজং, আব্দুর রশিদ শিকদার সাধারণ সম্পাদক লৌহজং আওয়ামীলীগ,তোপাজ্জল হোসেন তপন উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ, ইয়ামিন শেখ সহ-সভাপতি মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ , ফোরহাদ হোসেন ইমন সিনিয়র সহ-সভাপতি মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ, মর্তুজা খান সাবেক সহ-সভাপতি মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ, মো.জামাল হাওলাদার উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ, লিংকন হাওলাদার সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ, মাসুম আহম্মেদ পিন্টু সাবেক সভাপতি লৌহজং ছাত্রলীগ, শফিকুল ইসলাম মাদবর সাবেক ১ম যুগ্ন-সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ, মনির হোসেন মাষ্টার সভাপতি কনকসার আওয়অমীলীগ, মোজাম্মেল হক প্রিন্সিপাল লৌহজং বিশ^বিদ্যালয়, শহিদুল ইসলাম ভাইস প্রিন্সিপাল লৌহজং বিশ^বিদ্যালয় সহ লৌহজং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের ছাত্রলীগ নেতা প্রমুখ।