নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহত আব্দুর রহিমের বাড়ি সাতক্ষীরায় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইএসপিআর বলছে, কর্তব্যরত অবস্থায় স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে রহিম গুলিবিদ্ধ হন।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি বিবৃতিতে।