স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: দলীয় ৪৬ রানের মাথায় তিন উইকেট হারালেও ওয়ানডাউন ব্যাটসম্যান কলিন মুনরোর ঝড়ো শতকে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। ৫২ বলে ৭টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬৩ রান। কলিন মুনরো ১০০ ও টম ব্রুস ৪৩ রানে ব্যাট করছেন।
এরআগে সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকতের জোড়া আঘাতে চাপে পড়েে স্বাগতিক নিউজিল্যান্ড। ইনিংসের পঞ্চম ওভার ও নিজের প্রথম ওভারের শেষ বলে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২ রান করেন কিউই অধিনায়ক। ইনিংসের ষষ্ঠ ও নিজের তৃতীয় বলে কোরি অ্যান্ডারসনকে (৪) এলবিডব্লিউ করে ফিরিয়েছেন মোসাদ্দেক হোসেন। প্রথম বলেই কোনো রান যোগ না হতেই ওপেনার লুক রনকিকে ক্যাচ আউট করে ফিরিয়েছেন মাশরাফি।
মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টসে জিতে প্রথমে নিউজির্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
এ ম্যাচে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। ফলে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।
অপর দিকে প্রথম ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড। এ ম্যাচে খেলছেন না নিল ব্রুম, ম্যাট হেনরি ও লুকি ফার্গুসন। তাদের পরিবর্তে জেমস নিসাম, ইশ সেধি ও ট্রেন বোল্টকে একাদশে নিয়েছে কিউইরা।