স্পোর্টস ডেস্ক,বর্তমাকণ্ঠ ডটকম: সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল স্বাগতিকরা। স্বাগতিকদের দেয়া ১৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
বড় টার্গেট তাড়া করতে নেমে দলীয় ২ রানের মাথায় ওপেনার ইমরুল কায়েসকে হারায় বাংলাদেশ। মিসেল সান্টনারের করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে কোনো রান না করেই ফিরে যান ইমরুল। এরপর তামিম ইকবাল ও সাব্বির রহমান কিছুটা প্রতিরোধ গড়লেও দলীয় ৩৪ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন তামিম (১৩)। পরের ওভারের প্রথম বলে দলীয় ৩৬ রানে সাকিবকে ফেরান হুইলার।
দলীয় ৩৬ রানের মাথায় তামিম-সাকিবসহ ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেট জুটিতে সাব্বির রহমানের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন সৌম্য সরকার। ট্রেন্ট বোল্টের করা ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে ২৬ বলে ৩৯ রান করেন সৌম্য। ২টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। সৌম্য ফিরে গেলে তার পরের ওভারে ইশ সোধিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন সাব্বির। আউট হওয়ার আগে ৩২ বলে সমান ৩টি ছক্কা ও চারে করেন ৪৮ রান।
১০৪ রানে ৩ উইকেট থেকে ১২১ রানের মাথায় ৬ উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম উইকেট জুটিতে নুরুল হাসানের সঙ্গে ২১ রানের জুটি গড়েন রিয়াদ। কিন্তু ইশ সোধির বলে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন রিয়াদ (১৯)। কেন উইলিয়ামসনের করা ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলে ক্যাচ আউট হয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন (১)।
মোসাদ্দেক ফিরে যাওয়ার পর আর কেউ দুই অংকের কোটায় পৌঁছাতে পারেনি। শেষ ৪৪ রানে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ৪৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি সর্বোচ্চ ৩টি উইকেট নেন। অধিনায়ক কেন উইলিয়ামসন ও হুইলার ২টি করে উইকেট নেন। এছাড়া ট্রেন্ট বোল্ড ও সান্টনার ১টি করে উইকেট নেন।
এরআগে কলিন মুনরোর ঝড়ো শতক ও টম ব্রুসের ঝড়ো অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান করে নিউজিল্যান্ড।
এদিন মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টসে জিতে প্রথমে নিউজির্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ০ রানে ফিরে যান লুক রনকি। ইনিংসের প্রথম বলেই কোনো রান যোগ না হতেই লুক রনকিকে ক্যাচ আউট করে ফেরান মাশরাফি।
এরপর সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকতের জোড়া আঘাতে চাপে পড়েে স্বাগতিকরা। ইনিংসের পঞ্চম ওভার ও নিজের প্রথম ওভারের শেষ বলে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফেরান সাকিব আল হাসান। তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২ রান করেন কিউই অধিনায়ক। ইনিংসের ষষ্ঠ ও নিজের তৃতীয় বলে কোরি অ্যান্ডারসনকে (৪) এলবিডব্লিউ করে ফেরান মোসাদ্দেক হোসেন।
দলীয় ৪৬ রানের মাথায় তিন উইকেট হারালেও ওয়ানডাউন ব্যাটসম্যান কলিন মুনরোর ঝড়ো শতকে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৫৪ বলে ৭টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ১০১ রান করেন মুনরো। চতুর্থ উইকেট জুটিতে টম ব্রুসের সঙ্গে ১২৩ রানের জুটি গড়েন মুনরো।
নিজের তৃতীয় ও ইনিংসের ১৭তম ওভারের চতুর্থ বলে সেঞ্চুরিয়ন কলিন মুনরোকে নুরুল হাসানের ক্যাচ বানিয়ে ফেরান রুবেল। ওই ওভারের শেষ বলে ডি গ্রান্ডহোমকে বোল্ড করেন রুবেল।
শেষ ওভারে রুবেলের হাতেই বল তুলে দেন অধিনায়ক মাশরাফি। প্রথম বলেই জেমস নেশামকে ফেরান রুবেল হোসেন। দ্বিতীয় ও চতুর্থ বলে ২ রান করে নেন সান্টনার। পঞ্চম বলে রান নিতে গেলে রান আউট হয়ে যান সান্টনার। শেষ বলে ১ রানের বেশি নিতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান করতে সমর্থ হয় নিউজিল্যান্ড।
বাংলাদেশের হয়ে পেসার রুবেল হোসেন সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন ও মাশরাফি ১টি করে উইকেট নেন।