নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
শুক্রবার বেলা ১টার দিকে কাশিমপুর কারাগার-১ থেকে মুক্তি পান তিনি। কাশিমপুর কারাগার-১ এর জেলার সুব্রত কুমার বালা এতথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এম এ মান্নানের জামিনে মুক্তির কাগজপত্র কারাগারে পৌঁছায়। সেগুলি যাচাই বাছাই শেষে শুক্রবার দুপুরে তাকে মুক্তি দেয়া হয়।
এম এ মান্নানের আইনজীবী মো. মঞ্জু মোরশেদ প্রিন্স জানান, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র মান্নানের বিরুদ্ধে ৩০টি মামলা হয়েছে। সব মামলাতেই তিনি জামিন পেয়েছেন। তিনি গত বছর ১৬ এপ্রিল থেকে এ কারাগারে বন্দি ছিলেন।
মেয়র মান্নান শুক্রবার কারামুক্ত হচ্ছেন এমন খবরে সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কারা ফটকে উপস্থিত হন। কারা ফটক থেকে তিনি বের হয়ে এলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কারা ফটকে উপস্থিত ছিলেন- গাজীপুর বারের সভাপতি অ্যাডভোকেট ড. শহীদুজ্জামান, বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, ইদ্রিস আলী, আ. খালেক ডিলার আকন্দ, কাউন্সিলর তানভীর আহমেদ, যুবদল নেতা আরিফ হাওলাদার, জসিম ভাট, ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির, আমিনুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।