নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: খুব শিগগিরই সব জঙ্গি ধরা পড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। জঙ্গি নেতা মারজান ও সাদ্দাম ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার পর শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশে পালিয়ে থাকার মত কোনো জায়গা জঙ্গিদের আর থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে। সাদ্দামকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম, ধরা পড়েছে। মারজান ধরা পড়েছে, কেউ আর বাদ যাবে না। মুসাও বাদ যাবে না, কেউ বাদ যাবে না। আমাদের হাতে খুব শিগগিরই ধরা পড়বে।
তিনি জানান, উত্তরবঙ্গে যত কিলিং হয়েছে এর সঙ্গে সাদ্দাম জড়িত ছিল। আর মারজান হল এই সমস্ত পরিকল্পনাকারীদের একজন এবং সে একটু উঁচু পর্যায়ের সন্ত্রাসীদের নেতৃত্ব দিত।
গুলশান হামলার অন্যতম হোতা নব্য জেএমবির নেতা নুরুল ইসলাম ওরফে মারজান ও জাপানি নাগরিক কুনিও হোশিসহ বিভিন্ন হত্যা মামলার আসামি সাদ্দাম বৃহস্পতিবার শেষ রাতে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।
গত বছর জুলাই মাসে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা তদন্তে মারজানের নাম আসে। এরপর ১০ সেপ্টেম্বর আজিমপুরে এক জঙ্গি আস্তানা থেকে তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। মারজানের বাড়ি পাবনায়। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল।
আর সাদ্দাম হোসেনের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি, কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা; পঞ্চগড়ের মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যা, কুড়িগ্রামে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলীকে হত্যা এবং বাহাই নেতা রুহুল আমীনকে গুলি করে হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ছিল সে।