অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোর বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার কালিবাড়ি এলাকা থেকে নিখোঁজের ২০ ঘন্টা পর শুক্রবার সকাল সাড়ে ৬টা দিকে হাত-পা বাঁধা অবস্থায় আমেনা বেগম (৭৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত মো. নায়েব আলী মন্ডলের স্ত্রী।
মৃতের ছেলে মো. ইসাহাক আলী মন্ডল জানান, বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে তার মা হঠাৎ নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজ করেও মা’র সন্ধান না পেয়ে রাতে বড়াইগ্রাম থানায় জিডি দায়ের করা হয়। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ীর পাশে মেহগনি বাগানে মা’র মৃতদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী তাদেরকে জানায়। মৃতদেহটি টিন দিয়ে ঢাকা ছিলো। হাত-পা দড়ি ও কলা গাছের শুকনো আঁশ (ছাল) দিয়ে বাঁধা ছিলো। সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে এটাকে পরিকল্পিত হত্যাকান্ড মনে হচ্ছে। মৃত আমেনা বেগম স্বামী মৃত নায়েব আলী মন্ডলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী’র সংসারে ৩ ছেলে ও দ্বিতীয় স্ত্রী’র সংসারে ৩ ছেলে এবং এক মেয়ে রয়েছে। পারিবারিক কোন বিবাদ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।