জবি,বর্তমানকণ্ঠ ডটকম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির ‘বি’ ইউনিটের ৬ষ্ঠ মাইগ্রেশন এবং নতুন ভর্তির ৭ম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ‘ডি’ ইউনিটের ৬ষ্ঠ মনোনয়নপ্রাপ্ত মেধাতালিকা এবং কোটায় মনোনীত মেধাতালিকা প্রকাশ হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ ইউনিটের মনোনীত ছাত্র-ছাত্রীদের ৯ এবং ১১ জানুয়ারির মধ্যে বিভাগ পরিবর্তন ও ভর্তি হতে হবে।
বিজ্ঞপ্তি আরো বলা হয়, ‘ডি’ ইউনিটের মনোনয়নপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ৮এবং ৯জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে। ‘ডি’ ইউনিটের ৫ম মাইগ্রেশন তালিকাও প্রকাশ হয়েছে। এছাড়া ‘ ডি’ ইউনিটের মানবিক শাখার ৮৩০ থেকে ৯৭৯ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসন খালি থাকা সাপেক্ষে ১১জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে সকাল ৯টা থেকে ১১টার মধ্যে উপস্থিত হতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jnu.ac.bd বা www.admission.jnu.ac.bd -এ পাওয়া যাবে।