নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বড় পাবলিক লাইব্রেরি গড়ে তুলবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রবিবার (৮ জানুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত সমিতি ভবনে পক্ষ কালব্যাপী বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আমার সমস্ত বাড়িটাই একটা লাইব্রেরি। নিচতলা থেকে ওপরতলা, সবখানে আমি বই রেখে দিয়েছি। বিছানায় ঘুমানোর সময় একটা লাইন মনে হলেও আমি সেটা পড়ে নেই।’
তিনি বলেন,‘আমেরিকাতে রাষ্ট্রপতি ওবামা এখন অবসর নিবেন। উনি একটা লাইব্রেরি করবেন। তাদের এটা একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। আমাদের এখানে কিন্তু কোনো লাইব্রেরি করা হয় না। সেই চিন্তা-ভাবনা করেই আমি কিন্তু আমার ব্যক্তিগত লাইব্রেরি না, আমি একটি পাবলিক লাইব্রেরি করছি। যেখানে ইতোমধ্যে ২০ থেকে ২৫ লাখ টাকার বই কিনেছি।’
এস কে সিনহা বলেন, ‘চারতলা ভবন করে আমার সারা জীবনের আয়, আমার খরচ বাদে একটা লাইব্রেরির পেছনে খরচ করবো বলে আমি চিন্তা করেছি।’
‘আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমেরিকা থেকে কিছু বই ডোনেট করতে যাচ্ছে। এতদিন আমি কারও কাছ থেকে সহযোগিতা নেব না বলে স্থির করেছিলাম; কিন্তু এখন আমি বুঝেছি যারা একেবারে আনরেট আওয়ার কান্ট্রি, যারা ডক্টর-ইঞ্জিনিয়ার তাদের কাছ থেকে কিছু সহযোগিতা নিচ্ছি।’
আমেরিকাতে একজন লেখক ‘সুপ্রিম ইন জাস্টিস’ নামে একটি বই লিখেছিল সেটা আমেরিকাসহ সমস্ত বিশ্বে বেস্ট সেলিং (সর্বাধিক বিক্রি) হয়েছিল উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আমাদের অনেক আইনজীবী আছেন যারা আইন সংক্রান্ত বই লিখেছেন। আমি প্রত্যাশা করি বিজ্ঞ আইনজীবীরা আমাদের ঘোষিত রায় নিয়ে গঠনমূলক লেখা লিখবেন।’
এ সময় প্রধান বিচারপতি রায় বা আদালত সংক্রান্ত গঠনমূলক সমালোচনা করার আহবান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমি আহ্বান জানাচ্ছি আপনারা লিখেন, কনস্ট্রাক্টিভ সমালোচনা করেন। আমি ওয়েলকাম করবো এবং আপনারা যদি সে সমালোচনা করেন তাহলে আমরা সংশোধিত হবো। আমাদের কোন জায়গায় কোন ত্রুটি আছে সেটা বুঝতে পারবো।’
বক্তব্য শেষে প্রধান বিচারপতি ফিতা কেটে বই মেলা উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ন, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।
প্রসঙ্গত, আইনজীবী সমিতি ভবনের ভিতরে নিচতলার ফাঁকা স্থান এবং দক্ষিণ পাশে বিস্তৃত বারান্দায় স্টলগুলো স্থাপন করা হয়েছে। মেলায় আইনের বই ছাড়াও বিভিন্ন ধরনের গল্পের বই পাওয়া যাচ্ছে।