অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের বড়াইগ্রামে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উন্নয়ন মেলা ২০১৭ শুরু হয়েছে। উপজেলা পরিষদের সহায়তায় উপজেলা প্রশাসন ৯-১১ জানুয়ারী অবধি এই মেলার আয়োজন করে। সোমবার সকালে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. মো. সাইফুল আলম।
মেলা উপলক্ষে সকালে একটি র্যালী বনপাড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বিশেষ অতিথি বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল হাকীম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, পল্লী বিদ্যূৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। মেলায় ২৫ স্টলের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সহ উপজেলা প্রশাসনের দাপ্তরিক উন্নয়ন কর্মসূচী তুলে ধরে প্রদর্শনীর আয়োজন করা হয়।