এম এ রহিম,বর্তমানকণ্ঠ ডটকম: আনন্দ উৎসব ও মিলনের মেলা উন্নয়ন মেলা। শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ৮ বছর উন্নয়ন মেলা শার্শা উপজেলা পরিষদ চত্তরে শুরু হয়েছে। যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসব আনুষ্টানিকতার মধ্য দিয়ে সোমবার সকাল থেকেই তিনদিনব্যাপি উন্নয়ন মেলা প্রদর্শিত হচ্ছে। মেলা প্রঙ্গন সাজানো হয়েছে নানান আদলে। শিক্ষা স্বাস্থ্য কৃষি সমবায়,কাষ্টম,নারী উন্নয়ন,সমাজকল্যান,বিদ্যুৎ,ব্যাংক বীমা,পৌর সভা,যুবউন্নয়ন সহ ৩৫টি স্টল দেওয়া হয়েছে। উন্নয়ন মেলায় স্থানীয় উদ্ভাবকদের প্রদর্শনী হচ্ছে। মেলায় আসছে মানুষ জানছে শিখছে উপকার পাচ্ছেন সাধারন মানুষ। সরকারের সাফল্য ও উন্নয়ন অগ্রগতি তুলে ধরছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মেলায় মিজানুর রহমানের উদ্ভাবিত-প্রদর্শিত-অগ্নিনির্বাপক যন্ত্র ও স্বল্প জালানীতে চার চাকার জিপগাড়ী দর্শনার্থীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
উন্নয়ন মেলায় বিভিন্ন বিষয়ে জনসাধারনকে উদ্ভুদ্ধ,করন সহ দেশে জাতির উন্নয়ন অগ্রগতি সাফল্য তুলে ধরেন তারা-নারী উদ্যোক্তা,কৃষি কর্মকর্তা,সহকারি শিক্ষাকর্মকর্তা ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলেন জনসাধারন শিক্ষক শিক্ষার্থী,ব্যাবসায়ি প্রশাসন,জাকুরীজীবি,কৃষি স্বাস্থ্য,সহ সব ক্ষেত্রেই ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। আজ এই উন্নয়নের মেলা-আনন্দ উৎসব ও মিলনের মেলায় পরিনত হয়েছে। ব্যাপক সাড়া ফেলেছে এ উন্নয়ন মেলা।
উপজেলা পরিষদ-চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু বিভিন্নস্টল ঘুরে দেখেন। বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব উন্নয়ন মেলার উদ্ভোধন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা-উদ্ধোধনের আগে শার্শায় একটি র্যালি প্রদর্শিত হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার আব্দুস সালাম। উপজেলার স্বস্থ্য, কৃষি, শিক্ষা, এলজিইডি, নারী উন্নয়ন, যুব উন্নয়ন, প্রকল্পবাস্ত বায়ন, কাষ্টম্স ও পল্লী বিদ্যুৎ প্রভৃতি স্টল গুলো সকলের দৃষ্টি কাড়ে। এসব স্টলে সরকারের ৮ বছরের বিভিন্ন অগ্রগতির না না দিক দর্শকদেরকে দেখানো হয়। মেলা চলবে তনি দিন।