পাটগ্রাম (লালমনিরহাট),বর্তমানকণ্ঠ ডটকম: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, আমি দায়িত্ব নেয়ার পর নিয়মিত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সীমান্তের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। ভারতের সহযোগিতা পেলে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় আসবে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় লালমনিরহাট জেলায় অবস্থিত দেশের বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতার ‘তিনবিঘা করিডোর’ পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে বিজিবির মহাপরিচালক পানবাড়ী বিজিবি ক্যাম্প পরির্দশন করেন। তিনবিঘা করিডোরে তাকে স্বাগত জানান বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার ডিআইজি বিএস পাতিল এবং তাকে বিএসএফের একটি সজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিজিবির রংপুর রিজিওনাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ, রংপুর সেক্টর পরিচালক কর্নেল মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী, এএসপি সার্কেল সোরওয়ার্দী, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুর কুতুবুল আলম, পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুজা উদ্দিন সুজা ও ২২ বিএসএফ’র কমাডেন্ট অজয় লুথরা উপস্থিত ছিলেন।